বুধবার :: ০৪.০৪.২০১৮
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পলশা সুপার স্টার। আজ ফাইনালে মুখোমুখী হয় তুখরেজুল ক্রিকেট দল বনাম পলশা সুপার স্টার। টসে জিতে পলশা সুপার স্টার ব্যাট করতে নেমে ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করে। ৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় পলষা সুপার স্টার। খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তুখরেজুল। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মিশন বাজারে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মুখলেশুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসলেম উদ্দীনসহ অন্যান্যরা। খেলা শেষে পুরস্কার বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে মুখলেসুর রহমান বলেন, তরুণদের এমন উদ্যোগ সত্যিই অনেক প্রসংশার দাবিদার। এ যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গঠণে তাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। খেলাধূলা শৃঙ্খলা, জাতীয়তাবোধ, স্বাস্থ্য গঠনে গুরুত্বপূণ ভূমিকা রাখে। তাই আগামীতে এসব টুর্নামেন্টে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।