রবিবার ঃঃ ১৮.০৬.২০১৭
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি স্বপ্ন মাতা সম্মাননা পদক পেয়েছেন। মা-স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে এই পদক দেয়া হয়েছে। গ্রামে-গ্রামে গরীব মায়েদের কাছে মাতৃত্বকাল ভাতা ও স্বপ্ন প্যাকেজ পৌঁছে দেয়া তথা মা-শিশুদের প্রতি মমতা ও তাদের জীবন-যাত্রার মানোন্নয়নে এক প্রজন্ম প্রতিভা বিনির্মাণসহ বহুমুখী অবদানের জন্য প্রতিমন্ত্রীকে এ সম্মাননা পদক দেয়া হয়। গতকাল রাজধানীর মহিলা বিষয়ক অধিদপ্তরে স্বপ্ন প্যাকেজ কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় মা-স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ডরপ এর প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান প্রতিমন্ত্রীর হাতে এ স্বপ্ন মাতা সম্মাননা পদক তুলে দেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …