
ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৫১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২১২ রানের টার্গেটে খেলতে নেমে ১৬০ রানেই গুটিয়ে যায় সাইফ হাসানের দল। এদিকে, ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান ‘এ’ দল। স্বাগতিক শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দেয় তারা। শুরু ও শেষের দুই ধসে অলআউট হয়ে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। ৬০ রানের বড় জয়ে ফাইনালে উঠে গেছে মোহাম্মদ হ্যারিসের নেতৃত্বাধীন পাকিস্তান ইমার্জিং দল। আজ কলম্বোর পি সারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। দুই ওপেনার ভালো রান না পেলেও তিনে নামা ওমার ও পাঁচে নামা হ্যারিসের ফিফটিতে ৩২২ রান তুলে ইনিংসের শেষ বলে অলআউট হয় পাকিস্তান।