শুক্রবার ঃঃ ১০.০২.২০১৭
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ নাইডু তাজ গ্রেটওয়ে হোটেল কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ভারতের বর্তমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের বিষয় স্মরণ করেন। ভারতের অন্ধ্র প্রদেশের অমরাবতীতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল উইমেন’স পার্লামেন্ট এনডব্লিউপি এ যোগদানের উদ্দেশ্যে বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশে অবস্থান করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।