মঙ্গলবার:: ২৯.০৮.২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের স্নাতকোত্তর শেষ পর্ব নিয়মিত পরীক্ষার ফল আজ সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এ পরীক্ষায় ৩০টি বিষয়ে দেশের ১৩০টি কলেজের ১ লাখ ২৮ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী মোট ১০৫টি কেন্দ্রে অংশ নিয়ে ৯৯ হাজার ১৩৪ জন উত্তীর্ণ হয়েছে। এবারই প্রথম নতুন সিলেবাসে গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক ভারপ্রাপ্ত ফয়জুল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।