শুক্রবার :: ২৯.১২.২০১৭
স্ট্যান্ডার্ড ব্যাংক কানসাট শাখায় বর্ষ সমাপনী গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য জনাব গোলাম রাব্বানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্যরা। সেখানে কানসাট শাখার বিভিন্ন এলাকার প্রায় ২ শতাধিক গ্রাহক ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এবং অত্র ব্যাংকের কর্মকর্তাগন অংশ গ্রহন করেন। সমাবেশ ও মধ্যহ্ন ভোজ পরিচালনা করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ, কানসাট শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব জহুরুল ইসলাম। প্রধান অতিথি গোলাম রাব্বানী এমপি ব্যাংকের সার্বিক দিক নিয়ে ব্যবস্থাপকের সাথে মতবিনিময় শেষে ব্যাংকের ভূয়ষী প্রশংসা করেন এবং কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি ব্যাংকের সার্বিক বিষয়ে সহযোগিতা করার আশ^াস প্রদান করেন। উল্লেখ্য যে, প্রতিবছর এ ধরনের সমাবেশ হয়ে থাকে ।