১৫ অক্টোবর ২০২২, শনিবার
সিলেটের গ্যালারি দর্শকে ভরে উঠেছে। এশিয়া কাপ কে জিতবে? অবশেষে তারা চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে শ্রীলঙ্কাকে কোনো পাত্তা না দিয়েই। ঠিক যেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌরের বলা ‘স্ট্যান্ডার্ড’ ধরে রেখে। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৮ ওভার ৩ বল খেলেই জয় পায় ভারত। এশিয়া কাপের আট আসরে এটি তাদের সপ্তম শিরোপা।