রবিবার :: ২৫.০৩.২০১৮
কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের অধিনায়কত্ব কেড়ে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আজ সরকারের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সিএ কে এই নির্দেশ দেয়া হয়। কেপটাউনের বল টেম্পারিংয়ের এই ঘটনাকে ‘অত্যন্ত হতাশাজনক’ বলেও উল্লেখ করেন দেশটির প্রধানমন্ত্রী।
এদিকে বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার সরে দাঁড়িয়েছেন। দক্ষিণ আফ্রিকায় কেপ টাউন টেস্টের বাকি দিনগুলোতে অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক টিম পেইন।