স্কুলের নেতৃত্বে শিক্ষক এলে শিক্ষার মনোন্নয়ন হবে বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।

বুধবার ঃঃ ১১.০৫.২০১৭

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশের ৬৫ হাজার স্কুলে যদি একজন করে শিক্ষক নেতৃত্ব দেয় তাহলে শিক্ষার পরিবেশ পরিবর্তন করা সম্ভব। একজন শিক্ষক আন্তরিক হলেই একটি প্রাথমিক স্কুলের শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব। সকল শিক্ষক আন্তরিকভাবে কাজ করলে প্রাথমিক ও গণশিক্ষা সেক্টর সফল হবে। এই প্রচেষ্টা অব্যাহত থাকলে শিশুদের সু-শিক্ষায় শিক্ষিত করতে পাড়লে ২০২১ সালের আগেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী ঘোষিত মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আজ দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কাউন্সিলে বরিশাল বিভাগের নেতৃবৃন্দের পরিচিতি সভা ও বিভাগীয় শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …