সৌদি আরবে অবস্থানরত অবৈধ বিদেশি শ্রমিকদের সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি

শুক্রবার::৩০:০৬:২০১৭
সৌদি আরবে অবস্থানরত অবৈধ বিদেশি শ্রমিকদের সাধারণ ক্ষমার মেয়াদ আরো ৩০ দিন বৃদ্ধি করা হয়েছে। গত ২৫ জুন থেকে পবরর্তী এক মাস এ সুযোগ পাবেন শ্রমিকরা। এই সময়ের মধ্যে অবৈধরা সৌদি আরব ছেড়ে গেলে কাউকে কোনো জেল-জরিমানা করা হবে না। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, রাষ্ট্রদূত, সৌদি শ্রম মন্ত্রণালয়, রিয়াদ ও জেদ্দা চেম্বার অব কমার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধে সৌদি বাদশা এ মেয়াদ বাড়িয়েছেন বলে জানা গেছে। দেশটির পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ আল- ইয়াহিয়া ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নাইফের বরাতে এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …