সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহতের সংখ্যা বেড়ে ৫।

রবিবার ঃঃ ১৪.০৫.২০১৭

 

সৌদি আরবে প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। গতকাল ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর হাফার-আল বাতিন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান দুজন। নিহতরা হলেন আজিজুর রহমান ওরফে আব্দুল আজিজ, আরাফাত বিন আজিজ, লুবাবা বিনতে আজিজ, আকলিমা বেগম ও গাড়িচালক মাসুদ। আহত হন আজিজের স্ত্রী মোরশেদা পারভীন মুন্নি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজিজের বাড়ি ফেনী শহরের বারাহিপুর এলাকায়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …