রবিবার ঃঃ ১৪.০৫.২০১৭
সৌদি আরবে প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। গতকাল ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর হাফার-আল বাতিন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান দুজন। নিহতরা হলেন আজিজুর রহমান ওরফে আব্দুল আজিজ, আরাফাত বিন আজিজ, লুবাবা বিনতে আজিজ, আকলিমা বেগম ও গাড়িচালক মাসুদ। আহত হন আজিজের স্ত্রী মোরশেদা পারভীন মুন্নি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজিজের বাড়ি ফেনী শহরের বারাহিপুর এলাকায়।