শনিবার ঃঃ ২৯.০৭.২০১৭
সোনামসজিদ স্থলবন্দরে সকাল থেকে আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে। সোনামসজিদ স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ জানান, আজ সকালে ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস এসোসিয়েশনের সভাপতি রাম চন্দ্র ঘোষ পরলোক গমন করায় তার প্রতি সম্মান জানিয়ে মহদিপুর স্থলবন্দর ও সোনামসজিদ স্থলবন্দরে সকাল থেকে আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ রেখেছে। অন্যদিকে, সোনামসজিদ স্থলবন্দরে আমদানী রপ্তানী বন্ধ থাকলেও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক ভাবে চলেছে বলে বন্দর সংশি¬ষ্টরা জানিয়েছেন। ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস এসোসিয়েশনের সভাপতি রাম চন্দ্র ঘোষের মৃত্যুতে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর ভাবে মর্মাহত ও আর আত্মার শান্তি কামনা করেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …