শনিবার ঃঃ ১৮.০৩.২০১৭
সোনা মসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে, ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সাথে ২৪ ব্যাটালিয়ন বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, অধিনায়ক লেঃ কর্নেল এস এম আবুল এহসান, পিএসপি এবং ২৪ ব্যাটালিয়ন বিএসএফ এর ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমান্ড্যান্ট শ্রী অনিল কুমার হটকার। পতাকা বৈঠকে সীমান্তে গুলি বর্ষণ না করা, বাংলাদেশী নাগরিককে হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ-বিস্ফোরক দ্রব্য পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, বিষয়ে আলোচনা করা হয়।