মঙ্গলবার ঃঃ ১১.০৭.২০১৭
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় চাল ভর্তি একটি ট্রাকের কেবিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। গতকাল রাতে স্থলবন্দরের পানামা ইয়ার্ডের ভিতরে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ভারতের মালদা জেলার ইংলিস বাজার থানার রাজবাড়ি গ্রামের ট্রাকচালক রাজ পদ্দার ও একই থানার কুড়াইতলা গ্রামের হেলপার বিশ্ব বশাক। পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার বেলাল হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে ভারতীয় একটি চালভর্তি ট্রাকের কেবিনে চালক ও হেলপার কেরোসিনের চুলায় রান্না করছিলেন। এ সময় চুলা থেকে ট্রাকে আগুন লেগে যায়। এতে ট্রাকচালক রাজপদ্দার ও হেলপার বিশ্ব বশাক অগ্নিদগ্ধ হয়। পরে পানামা কর্তৃপক্ষ ৯টি অগ্নি-নির্বাপক সিলিন্ডার ব্যবহার করে দ্রুত আগুন নিভাতে সক্ষম হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ভারতে পাঠানো হয়। তারা আরও জানান, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ পূর্ব থেকেই মাইকে প্রতিদিন ভারতীয় ট্রাকচালকদের উদ্দেশে গাড়ির কেবিনে গাড়ির নিচে রান্না না করার ঘোষণা দেন। তারপরও ভারতীয় ট্রাকচালকরা গাড়ির কেবিনে গাড়ির নিচে রান্না করে থাকেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …