বুধবার ঃঃ ২৮.০৬.২০১৭
কনফেডারেশনস কাপের প্রথম সেমিফাইনালে আজ রাতে মাঠে নামছে পর্তুগাল-চিলি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১২টায়। পর্তুগাল ইউরো ফুটবলের বর্তমান রাজা। অন্যদিকে, কোপা আমেরিকার মুকুট চিলির কাছে। দুই দল দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। দুই ‘চ্যাম্পিয়নদের’ লড়াই তাই আজ ভিন্ন আবহ, উত্তেজনা তৈরি করেছে ফুটবল প্রেমীদের কাছে। স্বাগতিক রাশিয়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় কনফেডারেশনস কাপের উত্তেজনা অনেকটাই কম। স্টেডিয়ামের বাইরেও ফুটবলপ্রেমীদের ভিড় নেই। অনুশীলন পর্ব উন্মুক্ত থাকলেও তাতে দুই দলের গুটি কয়েক সমর্থক ছাড়া অন্য কেউ ছিল না। তবে আয়োজকদের দাবি সেমিফাইনাল ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আয়োজকরা মনে করছেন, কাজান এরিনা কাজান স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের ঢল নামবে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …