সেপ্টেম্বরে এশিয়া কাপ, আয়োজক সংযুক্ত আরব আমিরাত

মঙ্গলবার :: ১০.০৪.২০১৮

এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ কোথায় আয়োজন করবে তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। গুঞ্জন উঠেছিল বাংলাদেশকে নিয়েও। সবশেষ তিন আসরের এশিয়া কাপ সফলতার সঙ্গে আয়োজন করায় বাংলাদেশের পক্ষে ভোট দিচ্ছিলেন অনেকেই। কিন্তু সংযুক্ত আরব আমিরাত চলতি বছর এশিয়া কাপ আয়োজন করবে। ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ার জায়ান্টরা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে। ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন হবে ৬ দেশ নিয়ে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান সরাসরি অংশ নিবে। সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল এবং ওমানের থেকে যেকোনো একদল ষষ্ঠ দল হিসেবে যোগ দিবে এশিয়া কাপের মূল আয়োজনে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …