সুষ্ঠু পরীক্ষা সম্পাদনে সবার সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

শনিবার :: ০৭.০৪.২০১৮

এইচএএসসি ও সমমানের বাকি পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে সম্পাদনে সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ সিলেটের এম সি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সবাইকে সহযোগিতা করতে আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠানে যেসব কৌশল ও পদ্ধতি গ্রহণ করা হয়েছে, তা কার্যকর হওয়ায় এবং সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান সম্ভব হচ্ছে। তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার জন্য সবাইকে সচেতন হতে হবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …