সিলেটের চোরাবালিতে আটকা পড়ে মৃত চাঁপাইনবাবগঞ্জের মেডিক্যাল ছাত্রের দাফন সম্পন্ন।

বুধবার::০৮.০২.২০১৭

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে বেড়াতে গিয়ে চোরাবালিতে আটকা পড়ে নিহত কিশোরগঞ্জের জহরুল ইসলাম মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর একজন চাঁপাইনবাবগঞ্জের ইসহাক ইব্রাহিম হোসেন শশী’র দাফন সম্পন্ন হয়েছে। আজ রাতে রাজারামপুরে গোরস্থান চত্ত্বরে জানাজার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুরের বাসিন্দা ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ইব্রাহিম হোসেনের বড় ছেলে। ইসাহাকের বন্ধুদের বরাত দিয়ে বাবা ইব্রাহিম হোসেন জানান, গতকাল বিকেলে সিলেটের জৈন্তাপুরের লালাখালে বেড়াতে যায় ইসহাকসহ তাঁর কয়েকজন সহপাঠী। এসময় ইসহাকের সহপাঠী লালাখালের পানিতে হাঁটার সময় প্রথমে চোরাবালিতে আটকা পড়ে। তাকে বাঁচাতে গিয়ে ইসহাকও চোরাবালিতে আটকে পড়ে। এতে দুজনেই মারা যায়। রেডিও মহানন্দা পরিবারের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …