রবিবার ঃঃ ০৬.০৮.২০১৭
প্রিমিয়ার লিগ সিপিএল এ এবারে শুরুটা ভালো হলো না সাকিব আল হাসান ও তার দলের। প্রথম ম্যাচে বার্বাডোস ট্রিডেন্টসের কাছে ১২ রানে হেরে গেছে সাকিবদের জ্যামাইকা তালাওয়াস। বল হাতে ১ উইকেট নিলেও হাসেনি সাকিবের ব্যাট। ব্যাটিং ব্যর্থতায় বার্বাডোসের দেয়া ১৪৩ রানের মাঝারি টার্গেটেই হার মানে আগের বারের চ্যাম্পিয়নরা।