
মিয়ানমারের সিটওয়ে শহরে কারফিউ জারি করেছে জান্তা সরকার। সরকারি নথি ও সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মিয়ানমার সেনাবাহিনী ও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নিয়েছে জান্তা সরকার। স্থানীয় সময় রাত ৯টার পর মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের সিটওয়ের বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আর সব ধরনের বিপণি বিতান অবশ্যই রাত সাড়ে আটটার মধ্যে বন্ধ করতে হবে। গতকাল থেকে এ নিয়ম জারি করেছে দেশটির স্থানীয় প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যম নারিঞ্জারা নিউজ ও ওয়েস্টার্ন নিউজ এ খবর জানিয়েছে। তবে এ কারফিউ নিয়ে এখনও মুখ খোলেনি মিয়ানমারের জান্তা সরকারের কোনো মুখপাত্র।