সারা দেশের ন্যায় চাঁপাই নবাবগঞ্জেও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন।

রবিবার ঃঃ ২৩.০৭.২০১৭
জেলার সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যালয়ে একযোগে বিভিন্ন প্রজাতির ৪ হাজার ৩শ ৪৭ টি বৃক্ষরোপন করা হয়। প্রধানমন্ত্রীর বর্ধিত হারে বৃক্ষরোপনের আহব্বানে এই কর্মসূচি বাস্তবায়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তদর। এ উপলক্ষ্যে আজ দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত সারাদেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সকল দপ্তর, প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এবং উপজেলা রিসোর্স সেন্টার (ইউ আর সি) এর প্রত্যেক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক গাছ লাগান। কর্মসূচি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বলেন, পুষ্টি চাহিদা পূরণে ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি ব্যাপক ভূমিকা রাখবে। সারাদেশের অন্যান্য বিদ্যালয়ের ন্যায় জেলার প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট(পিটিআই) সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের মনিটরিং কর্মকর্তা ইসাহাক আলী, সহকারী মনিটরিং কর্মকর্তা রফিকুল ইসলামসহ জেলা শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপস্থিত সবাই প্রত্যেকে একটি করে গাছ লাগান।
অন্যদিকে, ভোলাহাটেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শতর্স্ফূত ভাবে বৃক্ষরোপন কর্মসূচী সফল করেছে। আজ সকালে তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল গণি, কামাল উদ্দীন, স্কুল সভাপতি ও জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, অফিস সহকারী বেলাল উদ্দীন, প্রধান শিক্ষক রিজিয়া খাতুনসহ অন্যরা উপস্থিত থেকে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন।

গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। আজ উপজেলা পরিষদ পুকুর পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে এ অভিযানের সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাসার শামসুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর আবুল কাশেম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল গাফফার ও বাবুল আখতার প্রমূখ। উল্লেখ্য উপজেলার ১’শ ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মোট ৭’শ ১০টি বৃক্ষরোপণ করবেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …