শনিবার ঃঃ ১১.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ এহসান আলী খানের দাফন সম্পন্ন হয়েছে। আজ দুপুরে শহরের নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে যানাযা শেষে তাঁকে ফকিরপাড়া গোরস্থানে দাফন করা হয়। যানাযায় জেলা পরিষদ চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এহসান আলী খান গত সন্ধ্যায় ঢাকা সেন্ট্রাল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।