বুধবার :: ১৮.০৪.২০১৮
চাঁপাইনবাবগঞ্জে বখাটের ছুরিকাঘাতে মারাত্মক আহত কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাথী খাতুনের পাশে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক ও কর্মচারি কল্যাণ সমিতি। আজ বিকেলে সাথী খাতুনের উন্নত চিকিৎসার জন্য তার মা বাবার হাতে সমিতির পক্ষ থেকে ৬৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক ও কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি হাসিনুর রহমান জানান, সাথী খাতুনের চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক ও কর্মচারি কল্যাণ সমিতিভুক্ত বিদ্যালয়গুলো হতে অর্থ সংগ্রহ করে সাথী খাতুনের মা ও বাবাকে ৬৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম।