সাথী খাতুনের পাশে শিক্ষক ও কর্মচারি কল্যাণ সমিতি

বুধবার :: ১৮.০৪.২০১৮

চাঁপাইনবাবগঞ্জে বখাটের ছুরিকাঘাতে মারাত্মক আহত কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাথী খাতুনের পাশে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক ও কর্মচারি কল্যাণ সমিতি। আজ বিকেলে সাথী খাতুনের উন্নত চিকিৎসার জন্য তার মা বাবার হাতে সমিতির পক্ষ থেকে ৬৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক ও কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি হাসিনুর রহমান জানান, সাথী খাতুনের চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক ও কর্মচারি কল্যাণ সমিতিভুক্ত বিদ্যালয়গুলো হতে অর্থ সংগ্রহ করে সাথী খাতুনের মা ও বাবাকে ৬৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …