সাজেনূর বেগম বৃত্তি পরীক্ষা ২০২২ : বৃত্তি পেল ১১৯ কৃতী শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জে ১ম থেকে ৫ম শ্রেণির ১১৯ কৃতী শিক্ষার্থীকে ‘সাজেনূর বেগম বৃত্তি’ প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা শহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেয়া হয়। শিক্ষক সমিতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. হারুন-অর-রশিদ, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তরিকুল আলম।
বৃত্তি প্রদান অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সাজেনুর বেগম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের কৃতী শিক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণির ২১ জন, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ১৯ জন করে, চতুর্থ শ্রেণির ৩০ জন, পঞ্চম শ্রেণির ২৭ জন এবং বিশেষ পরীক্ষার তিনজনসহ মোট ১১৯জনকে বৃত্তি প্রদান করা হয়। এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে আতিয়া ও ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আরিফুজ্জামান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top