সাকিব-সোহানের জরিমানা, যোগ হয়েছে ডিমেরিট পয়েন্ট

শনিবার :: ১৭.০৩.২০১৮

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও একাদশের বাইরে থাকা নুরুল হাসান সোহানের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুজন একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। গতকাল কলম্বোতে নিদাহাস ট্রফির প্রাথমিক পর্বের শেষ ম্যাচে দুটি আলাদা ঘটনায় শাস্তি পেয়েছেন সাকিব ও সোহান। আজ দুপুরে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের শাস্তির কথা জানায়। চরম উত্তেজনার এই ম্যাচে সাকিবের ঘটনাটা বাংলাদেশের ইনিংসের শেষ ওভারে। আম্পায়ারের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে বাউন্ডারিতে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান সাকিব। একটা পর্যায়ে তিনি মাঠের দুই ব্যাটসম্যানকে বেরিয়ে আসতে ইঙ্গিত করেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …