সাংবাদিক শিমুল হত্যা ও ঢাকায় পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতের শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন।

রবিবার::০৫.০২.২০১৭

সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা ও ঢাকায় পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন জেলার সাংবাদিকরা। চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোনাব আলী, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, ইমতিয়ার ফেরদৌস সুইটসহ অন্যান্যরা । সাংবাদিকদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক তসলিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুসহ জেলা উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকগণ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …