সাঁওতালি ভাষার বইয়ে সাঁওতালি বর্ণমালা ব্যবহারের দাবিতে জেলায় মানববন্ধন।

সোমবার::০৬.০২.২০১৭

সাঁওতালি ভাষার প্রাক-প্রাথমিকের বই প্রণয়নে সাঁওতালি বর্ণমালা ব্যবহারের দাবিতে, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে আদিবাসীদের চারটি সংগঠন যৌথভাবে এ কর্মসূচি পালন করে। প্রায় একঘণ্টা ধরে চলা কর্মসূচিতে বিভিন্ন এলাকার আদিবাসীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, আদিবাসী মুক্তিমোর্চার সভাপতি যোগেন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক যাকারিয়াস ডুমরী, সান্তাল লেখক ফোরাম বাংলাদেশের সম্পাদক প্রভাত টুডু, সাংগঠনিক সম্পাদক প্রদীপ হেমব্রম, তাবিথার পরিচালক স্টেফান সরেন, বিল বৈলঠা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফিলিপ হেমব্রমসহ অন্যান্যরা। বক্তারা বলেন, সরকার সাঁওতালি ভাষায় প্রাক-প্রাথমিকের বই প্রণয়নের উদ্যোগ নিয়েছে-তা প্রশংসনীয়। কিন্তু বইয়ে সাঁওতালি অর্থাৎ রোমান হরফ ব্যবহারের পরিবর্তে বাংলা হরফ ব্যবহার করার ষড়যন্ত্র করছে একটি চক্র। তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হলে সাঁওতালি হরফ একেবারেই হারিয়ে যাবে। বক্তারা দাবি করেন, সাঁওতালরা ১৮৫২ সাল থেকে সাঁওতালি ভাষায় রোমান হরফ ব্যবহার করে আসছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর কাছে লেখা দুটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন আদিবাসী নেতারা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …