শনিবার :: ১৪.০৪.২০১৮
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাঙালি জাতির জন্য এবারের বাংলা নববর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আজ ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বর্ষবরণ-১৪২৫ ও বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, বাঙালি সংস্কৃতি চর্চার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সবাইকে দৃঢ় প্রত্যয়ী হয়ে কাজ করারও আহ্বান জানান মন্ত্রী।