
চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবারের (বালিকা) শিশুদের নিজ হাতে খাইয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জে নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক। আজ ছুটির দিন তিনি এ আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হওয়ার উপদেশ দেন তারা। পরে উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও ও নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক এতিমদের নিজ হাতে খাবার খাওয়ান।