সরকারি চাকরিজীবীদের বেতন বোনাস ২০ জুন।

মঙ্গলবার ঃঃ ০৬.০৬.২০১৭
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, অধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার, কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতাদি এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জুন মাসের পেনশনের টাকা ২০ জুন পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ প্রসঙ্গে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। উপ-সচিব মফিজ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি ২০১৭ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …