শনিবার ঃঃ ১৪.০১.২০১৭
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিনামূল্যে শিক্ষার্থীদের ওয়াইফাই ব্যবহারের সুযোগ দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ সুবিধা দেওয়া হবে। আজ সকালে নাটোরের এনএন সরকারি কলেজে ফ্রি ওয়াইফাই সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করছেন। আর এর জন্য শিক্ষার্থীদের ইন্টারনেটে প্রবেশাধিকার জরুরি। এর ধারাবাহিকতায় এনএন সরকারি কলেজে ফ্রি ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে। প্রযুক্তিসেবা সরবরাহকারী প্রতিষ্ঠান উই ওয়াইফাই এর সহায়তায় এই কলেজের ১০ হাজার শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করতে পারবে, বলে উল্লেখ করেন তিনি।