সোমবার ঃঃ ১০.০৪.২০১৭
গত বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ২০১৬-১৭ মৌসুম শুরু করে টাইগাররা। শেষটা হলো সদ্য শেষ হওয়া স্মরণীয় শ্রীলঙ্কার সফরের টি-২০ সিরিজ খেলে। এ সময়ের মধ্যে মোট ২৪টি ম্যাচ খেলেছে টিম বাংলাদেশ। একমাত্র খেলোয়াড় হিসেবে সবকটিতে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এক ম্যাচ কম খেলেই নিজের রেকর্ড ভেঙেছেন তামিম। ২৯ ইনিংসে ব্যাটিং করে ৩৯.৪৮ গড়ে ১১শ ৪৫ রান করার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছয়টি অর্ধশতকের পাশাপাশি সেঞ্চুরি উদযাপন করেন তিনবার। এর আগে ২০০৯-১০ মৌসুমে তামিমের ব্যাট থেকে আসে ১ হাজার ৮২।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …