সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় বিক্রি হচ্ছে চারাসহ কৃষিপণ্য

‘গাছ লাগিয়ে যতœ করি-সুস্থ প্রজন্মের দেশ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা চলছে। গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। আজ ছুটির দিন হওয়ার বিকেলে ছিল বৃক্ষপ্রেমীদের ভিড়। অনেকেই শিশুসন্তানদের বৃক্ষ মেলা দেখাতে নিয়ে এসেছেন। কেউ কেউ বিভিন্ন গাছের চারাও কিনেছেন মেলার স্টলগুলো থেকে। পাশাপাশি কৃষিপণ্যও কিনছেন অনেকেই। মেলায় বন বিভাগ, হর্টিকালচার সেন্টার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, মনামিনা কৃষি খামার, বনসাইসহ বিভিন্ন নার্সারি ফলদ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা নিজ নিজ স্টলে প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করছে। সেই সঙ্গে কারো কারো স্টলে রয়েছে খাদ্যপণ্যও। মনামিনায় পাওয়া যাচ্ছে গৌড়মতিসহ নাবি জাতের আম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top