সন্ত্রাস দমনে বাংলাদেশ বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে বলেছেন, প্রধানমন্ত্রী

বুধবার :: ০৫.০৪.১৭

 

সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে বাস্তবায়নাধীন পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটির প্লটের বরাদ্দপত্র, বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার ২৫ জন কর্মকর্তার মাঝে বিতরণ অনুষ্ঠানে এ প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নত অনেক দেশের চেয়ে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এখন বেশি সক্রিয়। এ সময় তিনি আরো বলেন, বিভাগে এবং জেলায় জেলায় ও এভাবে আবাসন ব্যবস্থাটা করা যেতে পারে। সবাই যে এখানে থাকবে তা না। আমাদের অর্থনৈতিক কার্যক্রম আজ সারা দেশেই গতিশীল।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …