সোমবার :: ০৯.০৪.২০১৮
ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেছেন, ভারত-বাংলাদেশ সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ভারত দুই দেশের মানুষে মানুষে যোগাযোগকে সবচেয়ে গুরুত্ব দেয়। দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায়। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। দুই দেশের এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহিদুল হক, ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির বিজয় কেশব গোখলে। পররাষ্ট্র সচিব বলেন, দ্বিপক্ষীয় বিষয়ের ৫৫টি ইস্যুতে আলোচনা হয়েছে। যার মধ্যে রোহিঙ্গা সংকট, তিস্তা ইস্যু, শিক্ষা, জ্বালানী ও উন্নয়নসহ সকল বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি সমাঝোতা স্মারক স্বাক্ষর হয়। বৈঠকে এ ছাড়াও এ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।