
সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত হন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের সন্তান, রাজশাহীর অন্যতম সেরা চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ। গতকাল রাতে চেম্বার থেকে বাসায় আসার পথে রাজশাহীর বর্ণালী মোড় মাইক্রোবাসে সন্ত্রাসীরা তার পথরোধ করে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা জখম অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউতে নেয়া হলে সেখানে তিনি ইন্তেকাল করেন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজের ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন এবং পরবর্তীতে তিনি একজন চর্ম, এলার্জি, যৌন, কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জন হিসেবে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।