সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু আজ

ঢাকে পড়েছে কাঠি। আলো-সানাই-শঙ্খ আর কাঁসার রোয়াবে মৃন্ময়ী থেকে আনন্দময়ীর রূপদান পর্বের সমাপ্তি। শিল্পী তার তুলির নিপুণ আঁচড়ে বর্ণাঢ্য বিভায় উদ্ভাসিত করে তুলেছে মহিষাসুর মর্দিনীকে। প্রতিমার অধিষ্ঠান হয়েছে ম-পে। ধূপের ধোঁয়ায় আজ সায়ংকালে ঢাক-ঢোলক-কাঁসর-মন্দিরার চারদিক কাঁপানো নিনাদ আর পুরোহিতদের জলদকণ্ঠে :‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা’ মন্ত্রোচ্চারণের মধ্যে দূর কৈলাস ছেড়ে মা পিতৃগৃহে আসবেন ঘোটকে।  হিন্দু সিদ্ধান্ত পঞ্জিকামতে আজ পূর্বাহ্নে ৯-৫৭ মধ্যে ষষ্ঠাদি কল্পারম্ভ, সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। আজ রাত ৮টা ২৩ মিনিট ৪৫ সেকেন্ড পর্যন্ত তিথি থাকবে। অতঃপর শুরু হবে মহাসপ্তমী তিথি। এবার সারা দেশে ৩২ হাজার ৪শ ৮টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top