
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন উপসহকারী মেডিকেল কর্মকর্তা, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনার মধ্যে উল্লেখযোগ্য ছিল কিভাবে মাঠপর্যায়ে জনগণকে আরো ভালো সেবাদানের মাধ্যমে দেশের উন্নয়নে উপজেলা পরিবার-পরিকল্পনা বিভাগ কাজ করতে পারে।
সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন- মেডিকেল অফিসার ডা. মো. রিজওয়ানুল ইসলাম মিয়া ও ডা. নওশীন।