শনিবার :: ১০.০৩.২০১৮
সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়ন পরিষদে যুব মানস গঠনে ধর্মীয় মূল্যবোধ তৈরিতে ধর্মীয় নেতাদের আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে পিস কন্সোর্টিয়াম প্রকল্পের সহযোগীতায় আজ সকালে এ আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার কুন্ডু, শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, নরেন্দ্রপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল্লাহ, পীস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বারী, ইউপি সদস্য আব্দুল মালেক, নরেন্দ্রপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক দুরুল হুদা, উপজেলা ফিল্ড অফিসার সেলিম রেজা, ৫০ জন ইমাম ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।