রবিবার::০৫.০২.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাসব্যাপী অনুর্ধ্ব-১৬ বালক ক্রিকেট প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও আজমাল হোসেন, নির্বাহী সদস্য শেখ ফরিদ সায়েমসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এতে প্রশিক্ষণ দিচ্ছেন ক্রিকেট কোচ মসিউর রহমান মিটু। প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করছে।