মঙ্গলবার :: ১৭.০৪.২০১৮
সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি আলিম মাদ্রাসায় যুব মানস গঠনে ধর্মীয় মূল্যবোধ তৈরিতে ধর্মীয় নেতাদের আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে পিস কন্সোর্টিয়াম প্রকল্পের সহযোগীতায় আজ সকালে এ আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার কুন্ডু, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার তরিকুল ইসলাম, মাদ্রাসার সহকারী সুপার সাইফুল ইসলাম, উপজেলা ফিল্ড অফিসার জহুরুল হক, ৫০ জন ইমাম ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।