শুক্রবার :: ২০.০৪.২০১৮
সদর উপজেলার রামচন্দ্রপুর হাটে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ। গতকাল রাত সাড়ে ১১ টার দিকে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা বিভাগের এসআই জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম এর নির্দেশে রামচন্দ্রপুর হাটে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে গোয়েন্দা অফিসে নিয়ে আসা হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এসআই জাহিদ।