সোমবার::১০:০৭:২০১৭
জেলা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ দিনব্যাপী এই কাজের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। সদর উপজেলা প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামান জানান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভিতের উপর ৩ তলা ভবনে ৯টি টয়লেটসহ ৯টি পাঠদান-কক্ষ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ টাকা। এ ছাড়া চৌহদ্দিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮১ লাখ টাকা ব্যয়ে ৫টি পাঠদান-কক্ষ এবং গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭১ লাখ টাকা ব্যয়ে ৪টি পাঠদান-কক্ষ নির্মাণ কাজ শুরু হয়েছে। এ ছাড়াও ৪০ লাখ টাকা ব্যয়ে আরও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এলজিইডির তত্ত্বাবধানে এই উন্নয়নমূলক কাজগুলি বাস্তবায়ন করা হচ্ছে। অপর দিকে ২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্টসহ সাড়ে ৩ কি.মি. রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …