বৃহস্পতিবার ০২.০৩.২০১৭
সদর উপজেলার বালিয়াাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ফেন্ড স্যার্কেল আয়োজিত গোল্ডকাপ ক্রিকেট টুনামেন্টে আজকের খেলায় জয় পেয়েছে বালুগ্রাম ক্রিকেট দল। আজ তারা মোহনপুর ক্রিকেট দলকে ৩১ রানে হারিয়েছে। প্রথমে বালুগ্রাম ক্রিকেট দল ব্যাট করতে নেমে নিধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। ১৪৪ রানের টাগেটের ব্যাট করতে নেমে মোহনপুর ক্রিকেট দল সবকটি উইকেট হারিয়ে ১১২ রান করতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় জয়ী দলের সাত্তার । আগামী কালের ১ম ম্যাচে অংশগ্রহন করবে, ব্রাইট ষ্টার ক্রিকেট দল বনাম লুদ্ধক ক্রিকেট দল। ২য় ম্যাচে অংশগ্রহন করবে মসজিদ পাড়া ক্রিকেট দল বনাম ফকল্যান্ড মোড় যুব উন্নয়ন ক্রিকেট দল।