সোমবার :: ২৬.০৩.২০১৮
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে “স্বাধীনতা কাপ” ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মিশন বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন মুকুট ছাত্র ফাউন্ডেশনের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় মুখোমুখী হয় পলশা তরুন দল ও তুখরেজুল ক্রিকেট দল। পলশা তরুন দল টসে জিতে ব্যাট করতে নেমে ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করে। ৩১ রানের লক্ষে ব্যাট করতে নেমে তুখরেজুলের ২২ রানের বিধ্বংসী ইনিংসে তুখরেজুল ক্রিকেট দল ৩ ওভারে ১উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়। টুর্নামেন্টে মোট ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোকাবেলা করছে।