সদর উপজেলার পলশায় চঊঅঈঊ এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।

সোমবার :: ১৮.০৯.২০১৭

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশায় অবস্থিত প্রয়াস ফোক থিয়েটারের হল রুমে রূপান্তরের সহযোগিতায় চঊঅঈঊ ঈড়হংড়ৎঃরঁস প্রকল্পের আওতায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস ফোক থিয়েটারের টিম লিডার মনিরুল ইসলামের সভাপতিত্বে, আরও উপস্থিত ছিলেন প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউটের নাট্যকর্মীরা । এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রয়াস ফোক থিয়েটারের ও শিল্পীবৃন্দ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …