শ্রোতাক্লাবের দক্ষতা উন্নয়নমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মঙ্গলবার :: ২৭.০৩.২০১৮

কমিউনিটি রেডিও শ্রোতাক্লাবের দক্ষতা উন্নয়নমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে এ-কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রেডিও মহানন্দার বিভিন্ন শ্রোতা ক্লাবের ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, বালিয়াডাঙ্গা ডিএস ফাজিল মাদরাসার শিক্ষক সাইফুল ইসলাম ও এটিএম ফরহাদ রেজা। এসময় উপস্থিত ছিলেন, প্রমোটিং এনগেজমেন্ট এ্যান্ড অ্যাকশন ফর কাউন্টেরিং এক্সট্রিমিজম-পিস কনসোর্টিয়াম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বারী, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার ও রেডিও ফোকাল রেজাউল করিম, পিস কনসোর্টিয়াম প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার সেলিম রেজা, জহরুল হকসহ অন্যান্যরা। পীস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় ও রূপান্তরের সহযোগীতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। কর্মশালায় সমাজে শান্তি, সম্প্রীতি ও সোহার্দ স্থাপনে শ্রোতা ক্লাবের ভূমিকা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …