
বিশ্বকাপে নিজেদের নবম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১৭১ রানে অল আউট করে দিয়েছে নিউজিল্যান্ড। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনারের ও লকি ফার্গুসনের বোলিং তোপে অসহায় হয়ে পড়ে লঙ্কান ব্যাটিং লাইন আপ। কুশল পেরেরা ফিফটি করলেও বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ২০ বল বাকি থাকতেই গুটিয়ে যায় লঙ্কানরা। সেমিফাইনালে যেতে জয়ের বিকল্প নেই কিউইদের সামনে। আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।