শুক্রবার ঃঃ ০২.০৬.২০১৭
শৈশব রক্ষায় বিশ্বে বাংলাদেশের স্থান ১৩৪তম বলে জানিয়েছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। গতকাল আন্তর্জাতিক শিশু দিবসে সংস্থাটি এ তথ্য জানায়। শিশু-কিশোরদের শৈশবকালীন অবস্থা বিবেচনায় ১৭২টি দেশের ওপর জরিপের ভিত্তিতে, আন্তর্জাতিক শিশু-সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন ‘স্টোলেন চাইল্ডহুড’ বা ‘চুরি হয়ে যাওয়া শৈশব’ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বাংলাদেশের অবস্থান ১৩৪। প্রতিবেদনটিতে ১৭২টি দেশের মধ্যে কোথায় শিশু-কিশোরদের শৈশব সবচেয়ে নিরাপদ আর কোথায় বিপদজনক বা অরক্ষিত সেই বিষয়ে বৈশ্বিক একটি সূচক প্রকাশ করা হয়েছে। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অবস্থান মালদ্বীপ, শ্রীলংকা, মিয়ানমার ও ভারতের পেছনে তবে নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এগিয়ে। সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের দেশগুলো যার শীর্ষে রয়েছে নরওয়ে এবং সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশ, যার মধ্যে সর্বনিম্নে রয়েছে নাইজেরিয়া।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …