শেষ হল দুদিনের পরিবার পরিকল্পনা মেলা

বৃহস্পতিবার :: ০৮.০৩.১৮
আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে দুদিনের পরিবার পরিকল্পনা মেলা। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য, শিক্ষা ও ব্যবস্থাপনা শাখার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ এ মেলার আয়োজন করে। বিকেলে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক। এ সময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক রওশন আরা বেগম, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল। সমাপনি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন, ম্যাজিক শো পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …